চকরিয়ায় চোর সিন্ডিকেটের সদস্য সন্দেহে এক যুবককে হাত–পা বেঁধে পিটিয়ে হত্যার পর মরদেহ ফেলা হয় সড়কের পাশে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রাস্তার মাথা বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌ–ঘাঁটি সড়কের গোলচত্বর এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবারের উদ্বৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, হাত–পা বাঁধা অবস্থায় উদ্ধারকৃত মরদেহটি সিএনজিচালিত অটোরিকশাচালকের। নাম মোহাম্মদ আরমান (২৪)। তার বাড়ি চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনার খোন্দকার পাড়ায়। তিনি ওই পাড়ার মোহাম্মদ জাকারিয়ার ছেলে আরমান।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কাইছার হামিদ জানান, নিহতের পরিবার জানিয়েছে কয়েক মাস আগে থেকে আরমান মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে হয়ে পড়েন। তবে বরইতলী এলাকার স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে–বরইতলী রাস্তার মাথা এলাকায় গড়ে উঠা চোর সিন্ডিকেটের সদস্য আরমান। গত রোববার রাতের কোনো একসময় চুরির ঘটনায় ধরা পড়ে স্থানীয়দের হাতে। তখনই তাকে হাত–পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরের একাধিক স্থানে জখমের দাগ পাওয়া গেছে। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে সেখানে তাকে শনাক্ত করেন বড় ভাই ওয়াহিদুল ইসলাম।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল জব্বার দৈনিক আজাদীকে বলেন, চোর সন্দেহে কারা মানসিক ভারসাম্যহীন যুবক আরমানকে পিটিয়ে হত্যা করেছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য লাশ কঙবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।