চকরিয়ায় কিশোর-কিশোরীদের পাঁচ ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

কিশোরকিশোরীদের খেলাধুলার প্রতি আগ্রহী করার জন্য সারাদেশে উপজেলা পর্যায়ে পাঁচটি ইভেন্ট যেমন ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এনজিও সংস্থা ইউনিসেফ এর আয়োজনে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে কঙবাজারের চকরিয়া উপজেলাতেও এই প্রতিযোগিতা শুরু হয়েছে। পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম প্রধান অতিথি হিসেবে গত সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের এই আয়োজনে সহযোগিতা করছে জেলা ক্রীড়া সংস্থা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজজামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, ইউনিসেফ প্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব মো. নুরুল আবচার, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী প্রমুখ।

তিনটি ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ক্রিকেট ও ফুটবল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে, ব্যাডমিন্টন চকরিয়া কেন্দ্রীয় হাইস্কুল মাঠে এবং কাবাডি ও ভলিবল চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে এন্ট্রি আহবান
পরবর্তী নিবন্ধহালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা