চকরিয়ায় আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে পরিবেশের মামলা

অভিযান টিমের ওপর হামলার ঘটনা

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় শক্তিশালী ড্রেজার বসিয়ে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশ অধিদপ্তরের অভিযান দলের সদস্যদের মারধর ও জব্দকৃত দুটি ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীসহ সাতজনের নাম উল্লেখ এবং আরো পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদী হয়ে মামলাটি রুজু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।
মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন, পৌরসভার দিগরপানখালী গ্রামের কামাল উদ্দিনের ছেলে এরশাদ, আবুল খায়েরের ছেলে জহির উদ্দিন, শফি মেম্বার, তার দুই ছেলে হেলাল ও মাহমুদুল্লাহ এবং গোলাম কাদেরের ছেলে মো. রফিক।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বিকেলে চকরিয়া পৌরসভার দিগরপানখালী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উত্তরাংশে মাতামুহুরী নদী থেকে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এজাহারভুক্ত আসামিরা বাধা দেন এবং টিমের সদস্যদের মারধর ও জব্দ করা ট্রাক ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
মামলার বাদী পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম বলেন, ‘অভিযানের সময় অভিযুক্তরা পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের সদস্যদের মারধর করে আহত করেন। এ সময় তারা ছিনিয়ে নিয়ে যায় জব্দকৃত দুটি ডাম্পার ট্রাকও। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তিসাপেক্ষে এই মামলা রুজু করা হয়েছে থানায় এবং মামলাটি পরিবেশ অধিদপ্তরের একজন অফিসারই তদন্ত করবেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে ওমিক্রনের আরও ৩ রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ঝুট গুদামে আগুন