চকরিয়ায় অস্বাভাবিক গরুর বাছুরের জন্ম

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

চকরিয়ার এক কৃষকের গরু অস্বাভাবিক একটি বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটির নাক নেই, দুই চোখও একপাশে। বাছুরটি দেখতে ওই কৃষকের বাড়ি ছুটছেন উৎসুক মানুষ।

গত বৃহস্পতিবার দুপুরে বাছুরটির জন্ম হয় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দিগরপানখালী গ্রামের কৃষক নুরুল ইসলামের বাড়ির গোয়ালে।

বাছুরটির জন্মের পর কৃষক নুরুল ইসলাম দ্বারস্থ হন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরে। সেখান থেকে জানতে পারেন মানুষের মতোই কদাচিৎ এমন ধরনের কিছু প্রাণীর জন্ম হয়ে থাকে। এই বাছুরটির ক্ষেত্রেও তাই হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন জানান, প্রসব হওয়া বাছুরটি দেখতে আজবাকৃতির হলেও এবারই প্রথম ঘটনা বলা যাবে না। মানুষের মতোই প্রত্যেক প্রাণির ক্ষেত্রে জন্মগত ত্রুটির কারণেই এই সমস্যা নিয়ে বাছুরটি পৃথিবীর আলোয় এসেছে। এটিকে দামড়া বাছুরও বলা হয়ে থাকে। তবে এটি ষাঁড় বাছুর। তিনি জানান, ত্রুটি নিয়ে জন্ম নেওয়া এমন বাছুর বা প্রাণি বেশিদিন বাঁচিয়ে রাখা যায় না। বাছুরটিকে প্রতিনিয়ত নজরদারিতে রাখার জন্য মালিক কৃষকের পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের একজন কর্মকর্তাকেও নিয়োজিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়ার উদ্যোগে ঔষধি গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধমীরসরাই ইকোনমিক জোন ও পিএইচপি স্টিলে ডায়মন্ড সিমেন্টের বৃক্ষরোপণ