চকরিয়ায় অর্ধশত অবৈধ বসতি গুঁড়িয়ে দিয়ে বনভূমি উদ্ধার

বন্যপ্রাণীর অভয়ারণ্য ধ্বংস

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:২৬ পূর্বাহ্ণ

অবশেষে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালীর আলোচিত সংরক্ষিত বনের উচিতারবিল মৌজায়। বন্যপ্রাণীর অভয়ারণ্য ধ্বংস করে সংরক্ষিত বনভূমি দখলে নিয়ে সেখানে গড়ে তোলা প্রায় অর্ধ শতাধিক অবৈধ বসতি গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ। গতকাল সোমবার ভোর ৬টা থেকে সকাল দশটা পর্যন্ত এই অভিযান চালায় বনবিভাগ। এসময় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয় ২ একরের বেশি সংরক্ষিত বনভূমি। তবে উচিতারবিলের সংরক্ষিত বনভূমির ভেতর বন্যপ্রাণির অভয়ারণ্য ধ্বংস এবং পাহাড় সাবাড় করে গড়ে তোলা অবৈধ ইটভাটার বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।
এ ব্যাপারে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, সংরক্ষিত বনাঞ্চলের উচিতারবিল মৌজায় বন্যপ্রাণীর অভয়ারণ্য ধ্বংস ও বনাঞ্চল উজাড় করে প্রায় ৬ বছর আগে বনভূমি দখলে নিয়ে সেখানে গড়ে তুলেছিল শতশত অবৈধ বসতি। আজকের (গতকাল) অভিযানে প্রথমবারের মতো উচ্ছেদ করা হয়েছে অর্ধ শতাধিক অবৈধ বসতি। এসময় পুনরুদ্ধার করা হয় ২ একরের বেশি সংরক্ষিত বনভূমি। পর্যায়ক্রমে বাকী স্থাপনাও উচ্ছেদ করে উদ্ধারকৃত বনভূমিতে সামাজিক বনায়ন সৃজন করা হবে। উচিতারবিলে সংরক্ষিত বনের ভেতর অবৈধ ইটভাটার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রেঞ্জ কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিতে রয়েছে। ওই ইটভাটার বিষয়ে পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত পত্র দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়ার পর অবৈধ বসতির মতো ইটভাটার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর দৈনিক আজাদীর শেষের পাতায় ‘আসাবস্থল হারিয়ে বিপদে বন্যহাতি, সংরক্ষিত বনভূমিতে ইটভাটা, শত শত ঘর’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে চকরিয়ার আলোচিত উচিতারবিলের বন্যপ্রাণির অভয়ারণ্য ধ্বংসের বিষয়টি ফলাও হয়। এর পর টনক নড়ে বনবিভাগের।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধরাশিয়ার টিকা ৯৫ শতাংশ কার্যকর দাবি