চকরিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসকে গ্রেপ্তারে পরোয়ানা

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত।

আদালত সূত্র জানায়, ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দিগরপানখালী মৌজার এক একর ১০ শতাংশ জায়গা দখল, গাছপালা কেটে ফেলা ও স্থাপনা নির্মাণের অভিযোগে ভুক্তভোগী দুই ভাই আবুল হাসেম ও মো. জকরিয়ার দায়েরকৃত মামলায় (সিআর১২৩৬/১৯) গিয়াসের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন আদালত।

সূত্র আরো জানায়, এর আগের ধার্য্য তারিখ ২০২২ সালের ১৩ নভেম্বর মামলাটির শুনানি হয়। এ সময় আদালত চলতি মাসের ২৯ তারিখ গিয়াস উদ্দিন চৌধুরীকে সশরীরে হাজির হতে সমন জারি করেন। কিন্তু তিনি হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক মো. জাহিদ হোসাইন।

বাদীপক্ষের কৌঁসুলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের আইনজীবী মো. মঈন উদ্দিন দৈনিক বলেন, ‘সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় গিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।’ এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে কোনও সাড়া দেননি গিয়াস উদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে আগুনে পুড়ল ১১ বসতঘর
পরবর্তী নিবন্ধজন্মনিবন্ধন জালিয়াতির ঘটনায় একজনের রিমান্ড মঞ্জুর