কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনির আহমদ (৪০) নামে এক মাছ ব্যবসায়ী যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মনির আহমদ ওই এলাকার আবু সিদ্দিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছুরিকাঘাতে খুনের শিকার মনির আহমদের বাড়ির কাছেই মামাতো ভাই আরিফ ও মারুফদের বাড়ি। সম্প্রতি মনির আহমদ তুচ্ছ বিষয় নিয়ে মারধর করেন আরিফের ছোট ভাইকে। এর জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পর উঠানে পৌঁছামাত্র আরিফের ভাই ও পরিবারের কয়েকজন মিলে মারধর করে মনিরকে। এক পর্যায়ে মনির আহমদের বুকে ছুরিকাঘাতও করা হয়। এ সময় তিনি গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়। কিন্তু তাকে চমেক হাসপাতালের উদ্দেশ্যে নেওয়ার সময় পথেই প্রাণ যায় মাছ ব্যবসায়ী মনিরের।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের হাছিমার কাটা এলাকায় বাজার করে বাড়ি ফেরার পথে জায়গার বিরোধের জের ধরে আরিফ হোসেন (৪০) নামে এক জামায়াত নেতাকে ছুরিকাঘাত করে খুন করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত চাচাতো ভাই খাইরুদ্দিন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।