চকরিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৪:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ৮ মাসের এক শিশু। আহত হয়েছেন আরও ৬ যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার দুপুর বারোটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝনঝনি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান- যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল। বিপরীত দিক থেকে আসা অপর যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি এই সংঘর্ষ হয়।

মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের কর্মকর্তা নাজমুল হোসেন জানান- দুর্ঘটনায় নিহত শিশু ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি।

পূর্ববর্তী নিবন্ধমেরিন একাডেমিতে নৌপরিবহন উপদেষ্টা, বাইরে মেরিন অফিসারদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে বাড়‌তি দামে ডিম বি‌ক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা