চকরিয়ায় বন্যহাতির আক্রমণে স্বামী-স্ত্রীসহ আহত ৩

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে বন্যহাতির আক্রমণে স্বামীস্ত্রীসহ ৩ জন আহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে উত্তর মানিকপুর ২নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার শহীদুল্লাহ্‌ পারভেজ (৩৫), তার স্ত্রী আসমাউল হোসনে (২৭) ও ছোট ভাই লুৎফর রহমান সিমন (২১)। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

জানা যায়, রাতে বাড়ির উঠানে আওয়াজ শুনে দরজা খুলে ঘর থেকে বের হয় পারভেজ। এ সময় সে হাতির আক্রমণের শিকার হয়। তার চিৎকারে ছোট ভাই সিমন ও পরে পারভেজের স্ত্রী আসমাও বের হলে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়। সুরাজপুরমানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক লোকালয়ে হাতির আক্রমণে একই পরিবারের তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, মানিকপুর এলাকায় বন্যহাতির আক্রমণে তিনজন আহতের বিষয়টি জেনেছি। বনজঙ্গল উজাড় হওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে আসে বন্যহাতি। এতে আক্রমণে শিকার হয় এলাকার লোকজন। আহতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধড. নাজনীন কাউসার চৌধুরীর সাথে এশিয়ান উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধগত ১৬ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে