কঙবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে অর্ণ (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। অর্ণ দাশ চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার অনুরাম দাশের ছেলে ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টিতে ভিজে অর্ণসহ কয়েকজন বন্ধু। পরে তারা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় অর্ণ। পরে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি শেখ মো. আলী বলেন, পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।