চকরিয়ায় নিষিদ্ধ পলিথিনের কারবারের বিরুদ্ধে অভিযান, জব্দ ও অর্থদণ্ড

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:০০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিক্রয় নিষিদ্ধ পরিবেশ বিধ্বংসী পলিথিনের কারবার বন্ধে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জব্দ করা হয়েছে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন। একইসঙ্গে মজুতসহ বিক্রির দায়ে দুই দোকানীকে অর্থদণ্ড হিসেবে দেওয়া হয় ২০ হাজার টাকা জরিমানা।

আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার উপকূলীয় বদরখালী বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আদালতের সহকারি এবং থানার পুলিশ ও আনসার সদস্যরা।

আদালত সূত্র জানায়- অভিযানে উপকূলীয় বদরখালী বাজারের জসিম উদ্দিন ও শহীদুল ইসলাম নামের দুইজনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিক্রয় নিষিদ্ধ ২০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এ সময় দুই ব্যবসায়ি তাদের অপরাধ আদালতের কাছে স্বীকার করেন এবং তাদের ১০ হাজার করে ২০ হাজার টাকা অর্থদণ্ড বা জরিমানা করা হয়।

চকরিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন ‘পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী বিক্রয় নিষিদ্ধ পলিথিনের কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহ থানা সেচ্ছাসেবক দলের বিপ্লব ও সংহতি দিবস পালন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ৪ হাজার কৃষক পাবে কৃষি প্রণোদনা পাচ্ছেন