চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি কাভার্ড ভ্যানই সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। এ সময় আহত হন ভেতরে থাকা কয়েকজন। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, মালুমঘাট এলাকায় কাভার্ড ভ্যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি কাভার্ড ভ্যানই সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় একটি কাভার্ড ভ্যানে থাকা তিনজন ও অপর কাভার্ড ভ্যানে থাকা দুজন যাত্রী আহত হন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।
দুই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।