চকরিয়ায় দুই ইউপির দুই ওয়ার্ডে ভোট আজ

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ও কোনাখালী ইউনিয়ন পরিষদের দুইটি ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে আজ শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চকরিয়া উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে মোট তিন কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।

উল্লেখ্য, উপরোক্ত দুই ওয়ার্ড এবং অপর ইউনিয়ন চিরিঙ্গার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা মৃত্যুবরণ করলে তিন ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়। এরপর গত ২৪ জানুয়ারি বদরখালী, চিরিঙ্গা ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হলেও অপর দুই ইউনিয়নের দুই ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় মিয়ানমার থেকে আসা গুলিতে আহত কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় আজ