কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর একটি বয়স্ক হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বুনো এই হাতিটিকে বৈদ্যুতিক বা অন্য কোন ফাঁদে হত্যা করা হয়েছে কিনা খতিয়ে দেখার কথা জানিয়েছেন বন বিভাগ। তবে এই ধরনের কোন ফাঁদের সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। গতকাল বুধবার ভোরে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী বনবিটের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনাস্থ তামাক খেত এলাকায় হাতিটির মরদেহ পড়ে থাকার খবর পায় বন বিভাগ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, সংরক্ষিত বনের ভেতর বন ভূমির সমতল জায়গাজুড়ে তামাকের আবাদ করা হয়েছে। অন্যান্য ফসলি জমির মতো তামাক খেত রক্ষা করার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করা হয়ে থাকতে পারে এবং সেই ফাঁদেই হাতিটির মৃত্যু হয়েছে।
সংরক্ষিত বনাঞ্চলের ভেতর বন্য হাতি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন জানান, মারা যাওয়া হাতিটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শারীরিকভাবে পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। এ সময় হাতিটির শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি জানান, মারা যাওয়া হাতিটির বয়স আনুমানিক ৪৫ বছর। এটি পুরুষ হাতি এবং বিশালায়তনের দাঁতও রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। তিনি দৈনিক আজাদীকে বলেন, ময়নাতদন্ত কার্যক্রম চালানোর সময় মারা যাওয়া হাতিটির শরীরে তন্ন তন্ন করে দেখা হয়। এ সময় শরীরে কোনরকম আঘাতের চিহ্ন শনাক্ত হয়নি।
প্রশ্নের জবাবে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, হাতিটি মারা যাওয়ার পেছেন কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে হাতিটির মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেখানে এবং আশপাশের কোথাও বৈদ্যুতিক বা অন্য কোন ফাঁদ পাতার প্রমাণ পাওয়া যায়নি।