কক্সবাজারের চকরিয়ায় বালুভর্তি দ্রুতগতির ডাম্পার ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইকের (টমটম) চালকের মৃত্যু হয়েছে। আহত হন টমটমের কয়েকজন যাত্রী। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক মো. শরিফ উল্লাহ (২৪) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার এলাকার (কিসমত আলী পাড়া) মোহাম্মদ ইসমাইলের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, ইজিবাইকটি ডুলাহাজারা স্টেশন থেকে যাত্রী নিয়ে ফাঁসিয়াখালীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ডাম্পার ফেলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত চালকসহ বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক শরিফ উল্লাহ মারা যান। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।