চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সাইফুল ইসলাম ওরফে রোমান (৩৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার ভোরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চাবাগানের পার্শ্ববর্তী হায়দারনাশী নামক স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার নুরুল ইসলামর ছেলে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে প্রতিনিয়ত এই সন্ত্রাসী চট্টগ্রামকঙবাজার মহাসড়কসহ বিভিন্ন এলাকায় স্থানীয় ডাকাতদের সাথে নিয়ে ডাকাতি করে আসছিল। তাকে ধরতে পুলিশ বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। অবশেষে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ওসি বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার ডাকাতের বিরুদ্ধে থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের দায়ে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে
পরবর্তী নিবন্ধমোহাম্মদ ইরাদ আলী ইতালি-বাংলাদেশ চেম্বারের সভাপতি