চকরিয়া কলেজের সাবেক ভিপির ওপর হামলা

দোকান দখলে বাধা

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

চকরিয়ায় দোকান দখল করতে বাধা দেওয়ায় চকরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি রুস্তম শাহরিয়ারের (৫৫) ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পৌরশহরের থানা রোড়ের ভরামুহুরী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রুস্তম শাহরিয়ার জানান, ১৫ বছর আগে ভরামুহুরী এলাকায় ৭ শতক জমি কিনে আমি দোকান নির্মাণ করে ভোগদখলে থাকি। পরবর্তীতে ওই জমিসহ দোকানঘর চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী এলাকার মো. সোহলকে বিক্রয় করে দিই। কিন্তু গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় কিছু দখলবাজচক্র দোকানসহ ওই জমি দখলের চেষ্টা চালায়। সর্বশেষ গতকাল বুধবার সকালে দোকান মালিক সোহেল দোকান খুলতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয়। এ সময় সোহেল তাকে (রুস্তম) ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে উপস্থিত হন। এরই মধ্যে থানার একদল পুলিশও সেখানে যায়। পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা তার ওপর হামলে পড়ে। এতে তিনি আহত হন এবং পরণের কাপড় ছিঁড়ে ফেলে। এমনকি নিজেকে রক্ষায় পুলিশ ভ্যানে উঠলে দখলবাজ সন্ত্রাসীরা সেখানেও হামলা চালায়। দোকান মালিক মো. সোহেল বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তির নেতৃত্বে সন্ত্রাসীরা এই হামলা চালায়।

এই বিষয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, দোকান নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১০০৫ জন জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ
পরবর্তী নিবন্ধওপেন হাউজ ডে’তে পাওয়া তথ্যে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার