চকবাজারের নতুন ওসি ডিবি উত্তরের আলমগীর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

চকবাজার থানার নতুন ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) দায়িত্ব পেয়েছেন নগর গোয়েন্দা পুলিশের (উত্তর জোন) পরিদর্শক মোহাম্মদ আলমগীর। গত বুধবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নিয়মিত অফিস আদেশে তিনি এ দায়িত্ব পান। একই আদেশে সম্প্রতি চান্দগাঁও থানা থেকে বদলি হয়ে চকবাজার থানার দায়িত্বে আসা আতাউর রহমান খন্দকারকে সিএমপি কমিশনার কার্যালয়ের পরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে। সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও এডিসি শাহ মোহাম্মদ আব্দুর রউফ গতকাল বৃহস্পতিবার আজাদীকে বিষিয়টির সত্যতা নিশ্চিত করেন। নগর গোয়েন্দা পুলিশের (উত্তর জোন) পরিদর্শকের দায়িত্ব পালনের আগে মোহাম্মদ আলমগীর কর্ণফুলী, পতেঙ্গা ও আকবরশাহ থানার ওসির দায়িত্ব পালন করেন। এডিসি শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে আতাউর রহমানকে সিএমপি কমিশনারের কার্যালয়ে বদলি করে সেখানে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলমগীরকে দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ আলমগীরই চকবাজার থানার ওসি পদে দায়িত্ব পালন করবেন। এদিকে মোহাম্মদ আলমগীরের সাথে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার রাতে তিনি আজাদীকে জানান, আদেশ অনুযায়ী তিনি ইতিমধ্যে চকবাজার থানার দায়িত্বভার গ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধার ভালোবাসার থলে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শ্রমিক হত্যার