চকবাজারে ৩ মাস পর নিখোঁজ শিশুকে উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ জুন, ২০২২ at ৩:১২ অপরাহ্ণ

দীর্ঘ ৩ মাসের খোঁজাখুঁজির পর অবশেষে মায়ের কোলে ফিরল নিখোঁজ শিশু সন্তান মো. খোরশেদ আলম (৮)। শিশু খোরশেদ চকবাজার থানাধীন লালচাঁদ রোডের আনোয়ার কলোনির বাসিন্দা এবং গৃহকর্মী মোর্শেদা বেগমের (৩৭) একমাত্র সন্তান।

চকবাজার থানা সূত্র জানায়, শিশুপুত্র খোরশেদ আলম গত ২২ মার্চ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় তার মা মোর্শেদা বেগম চকবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন।

ঘটনা তদন্তের দায়িত্বভার পরে থানার এসআই সামসুল ইসলামের উপর। তিনি শিশুটিকে খুঁজে বের করার জন্য দেশের প্রতিটি থানায় বেতার বার্তা প্রেরণ, বিভিন্ন স্থানে শিশুটির ছবি পোস্টারিং করার ব্যবস্থা, মাইকিংয়ের ব্যবস্থা সহ ৩ মাসের অক্লান্ত পরিশ্রমে গতকাল ২৫ জুন কোতোয়ালি থানাধীন ফলমন্ডি এলাকা হতে শিশুটিকে খুঁজে বের করে তার মা মোর্শেদা বেগমের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ট্রেন থেকে বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় চোরাই স্বর্ণালংকার ও কাপড়সহ ২ নারী গ্রেফতার