নগরীর চকবাজার থেকে একটি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আবুল হোসেন। নগরীর বায়েজিদের পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা তিনি। গত মঙ্গলবার চকবাজারের ইমামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, নগরীর বায়েজিদে মো. আবুল নামের এক ব্যক্তি খুন হয়েছিলেন।
এ ঘটনায় গত বছরের ১৭ সেপ্টেম্বর একটি মামলা হয়। মামলার তদন্তে আবুল হোসেনের নাম উঠে আসে। তিনি বাবুল খুনের মামলার তদন্তে প্রাপ্ত প্রধান আসামি। চকবাজারের ইমামগঞ্জে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বায়েজিদ থানায় তাকে হস্তান্তর করা হয় বলেও জানান র্যাব কর্মকর্তা।












