চকবাজারে মার্কেটে দেশি কাপড়কে বিদেশি বলে বিক্রি

আর্টস অব পিয়া’কে জরিমানা

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় দেশি কাপড় বিদেশি কাপড় বলে বিক্রিসহ নানা অপরাধে আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ ছিল, অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য দেননি। এমনকি তিনি সেই অর্ডারের যে চার্জ নিয়েছেন সেটাও ফেরত দেননি। এ অভিযোগের শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় সরাসরি এসেছি। এখানে এসে দেখেলাম, তারা পাকিস্তানি লন কাপড় বিক্রি করছে। কিন্তু সেটা যে পাকিস্তানি পণ্য সেটার কোন প্রমাণ তারা দেখাতে পারেননি।

অর্থাৎ দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তারা। এছাড়া তারা তেল, সাবান, ঘিসহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে। এমনকি কিছু পণ্যের গায়ে কোন লেভেলও নেই। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে আমরা তদারকিতে রাখব। ভবিষ্যতে তারা যদি এমন কাজ করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ অন অনুমোদিত রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রি করায় ফেয়ারি নামক একটি দোকানে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এছাড়া চকবাজার মোড়ে এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকে কাঁচা মাছ মাংসের সাথে ফ্রিজে বাসি গ্রিল ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ধরনের রান্না করা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি বিক্রির দায়ে ফুলকলিকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধচন্দনাইশের জামিজুরীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু