চকবাজারে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

আজাদী অনলাইন | শনিবার , ৮ মে, ২০২১ at ১০:৫৬ অপরাহ্ণ

নগরীর চকবাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।
আজ শনিবার (৮ মে) ভোর ও সকালে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বাংলানিউজ
গ্রেফতারকৃতরা হলো ইয়াহিয়া তালুকদার ইমন (১৮), মাে. হামিদ আহাম্মেদ ফাহিম (১৯), মাে. তুহিন (২২), ইমাম শাওন (১৮), মো. শাহীন (২৫) ও পারভেজ (২৮)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, “দেশীয় চাপাতি ও ধারালো টিপ ছোরা সহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে জব্দকৃত চাপাতি ও ছোরা নিয়ে অবস্থান করছিল তারা। গ্রেফতারকৃত একাধিক জনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধরাউজানে কাঁচা আম পাড়তে বাধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে আহত
পরবর্তী নিবন্ধটেকনাফে ক্রিস্টাল মেথ ও ১৪ হাজার ইয়াবাসহ আটক ১