কাউন্সিলর কাপ রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ মাঠে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্যারেড লিজেন্ড ৫ উইকেটে ফেরদৌস স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক’র প্যানেল মেয়র ও কাউন্সিলর আবদুস সবুর লিটন। কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস, চকবাজার থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুল হুদা বাচা। উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মিন্টু, ব্যবসায়ী মো. নুরুন্নবী, ইমরুল হাসান, বিপ্লব দে, মো. কাইছার হামিদ, মিঠুন চক্রবর্তী, মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, মোহাম্মদ মিয়া লিটন, সাকিবুর রহমান সাকিব, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন সাজিদ, তনায়েম আহমদ রুবেল, শেখ নূর ইফতেখার ফাহিম, তানসিফ, সাবিব হোসেন প্রমুখ। এছাড়াও প্রধান অতিথি ব্যক্তিগত পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কৃত করেন।