চকবাজার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইদ্রিস হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুর সোয়া ৩টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি বাবুল আজাদ।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইদ্রিস সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি চকবাজার থানার মামলা নম্বর১৪।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইদ্রিস হোসেন সুমন (৫০) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মজর আলী সওদাগর বাড়ির মৃত হাজী আহাম্মদ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ নভেম্বর সকাল আনুমানিক ৬টা ৪৬ মিনিটে চকবাজার থানাধীন বাদশা মিয়া রোডের তিন রাস্তার মোড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহারনামীয় আসামিসহ ১৪১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। এ সময় তারা সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এজাহারে আরো উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, সহায়তা, আশ্রয়দান ও উসকানিমূলক কার্যক্রমে জড়িত ছিল।

এসআই মো. আলাউদ্দিন জানান, ঘটনার সময় ও স্থানে আসামির উপস্থিতি এবং চলাফেরার তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় এনে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় পণ্যে ৫০০% শুল্ক প্রস্তাব, ট্রাম্পের সমর্থন
পরবর্তী নিবন্ধপুঁইছড়িতে বনের জায়গায় বাড়ি, ভেঙে দিল প্রশাসন