চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ২৯ আগস্ট চকবাজারস্থ শিববাড়ী মন্দির প্রাঙ্গণে পরিষদের সভাপতি লিটন দাশ ইফতি ও সাধারণ সম্পাদক সুজন বলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিষদের সাবেক সভাপতি হারাধন মিত্র। প্রধান অতিথি ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, প্রদীপ শীল, বাপ্পী দে, প্রিয়তোষ ঘোষ রতন, রিপন রায় চৌধুরী, অয়ন ধর, রঞ্জন দাশগুপ্ত, শিবলু কানুনগো, সুপ্লব দাশগুপ্ত, স্বপন দাশ, আশীষ দস্তিদার, শ্যামল সুশীল, বাবলু দেব, রাজীব দাশ, মিটু শর্মা, রূপন কান্তি দাশ, জয় দত্ত, শৈবাল দাশ, লিটন চক্রবর্ত্তী, মিঠু দাশ, রাসেল মজুমদার, সুজন দাশ, প্রদীব দাশ, পিন্টু দত্ত প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। জেলা প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের কার্যক্রম শুরু করেছেন, তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রত্যেক পূজামন্ডপে অবশ্যই সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলামায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধরংধনুর রফিকের হোটেল জব্দ, ৩৩ কোটি টাকা অবরুদ্ধ