নগরীর কাপাসগোলা এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য ওয়াসার পাইপ লাইন পরিবর্তন করায় কাপাসগোলাসহ আশপাশের চকবাজার, দেওয়ানবাজার, ঘাটফরহাদবেগ এলাকায় প্রায় দুইদিন ধরে পানির সংকট দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে লাইনের কাজ শেষ হওয়ায় এখন পানি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলী।
এলাকাবাসী জানান, ১৭ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টা থেকে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন চকবাজার, দেওয়ানবাজার, ঘাটফরহাদবেগসহ আশপাশের এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ ছিল। পানি সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকার মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়।
এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ জানান, কাপাসাগোলায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের ওয়াসার একটি লাইন পরিবর্তন করতে হয়েছে। এই কারণে কিছু কিছু এলাকায় কিছু সময়ের জন্য পানি সরবরাহ বন্ধ ছিল। এখন আবার স্বাভাবিক হয়েছে।
এদিকে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আজাদীকে জানান, আজকে সকাল (গতকাল শুক্রবার) থেকে পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে। এটা আমাদের কোনো সমস্যা না। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ওরা আমাদেরকে বলেছেন কাপাসগোলা এলাকায় আমাদের পাইপ লাইনের কারণে পানি আটকে যাচ্ছে। পাইপ লাইন আরো উপরে তুলে দিতে হবে। তাদের কথা মতো আমরা আমাদের পাইপ লাইন তুলে দিয়েছি। শুক্রবার রাত পর্যন্ত পানি সরবরাহ বন্ধ থাকার কথা ছিল। আমরা সকালের মধ্যে কাজ শেষ করে পানি সরবরাহ স্বাভাবিক করেছি।