চকবাজার ওয়ার্ডে এখন প্রার্থী ২১

উপ-নির্বাচন

আজাদী অনলাইন | রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ৭:৫৪ অপরাহ্ণ

নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন মো. মজিবুর রহমান, ইয়াসিন আহম্মেদ ও মো. দেলোয়ার হাছান।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে এ ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা এখন ২১ জন। বাংলানিউজ

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ৩ প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন এ ওয়ার্ডে মোট ২১ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

গত ১৮ মার্চ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে পদটি শূন্য হয়। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ এবং নারী ১৫ হাজার ৮২৫ জন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর।

পূর্ববর্তী নিবন্ধএভারকেয়ার হসপিটালের জরুরি বিভাগ নিয়ে জরুরি কিছু কথা
পরবর্তী নিবন্ধটেকনাফ মেরিন ড্রাইভে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত