চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

দীর্ঘ একযুগ পর চট্টগ্রাম মহানগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে সদ্য ঘোষিত নতুন কমিটিসহ থানাওয়ার্ডের নেতৃবৃন্দ। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আনন্দ মিছিলটি নগরীর মুন্সি পুকুর এলাকা থেকে শুরু হয়ে গুলজার মোড় হয়ে নগরীর নানা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে এসময় নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ মামুন বলেন, ‘এই দায়িত্ব শুধু পদ নয়, এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। আমরা প্রতিশ্রুতি দিচ্ছিচকবাজার ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও জনমুখী শক্তি হিসেবে গড়ে তুলবো।’

সদস্য সচিব আমির মাহমুদ খসরু রাজু বলেন, ‘আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানএর প্রতি, যাঁদের আদর্শ ও দিক নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে আমরা দলীয় দায়িত্ব পালন করতে অঙ্গীকারাবদ্ধ।’ নবনির্বাচিত কমিটিতে আরো স্থান পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাকির, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলম, শফিউল হক মাসুদ, মোহাম্মদ বাবু, সোলায়মান উদ্দিন, মো. সেলিম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ শামিম, মো. নাঈম চৌধুরী, সদস্য পদে মোহাম্মদ রমজান, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রাসেল পাটোয়ারী, জামিল হোসেন, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ তনভীর হোসেন, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ আজম, মোহাম্মদ তায়ের, আইয়ন হোসেন আদর, মোহাম্মদ নাঈম উদ্দিন, মো. নাহিদ উল্লাহ ফয়সাল, মোহাম্মদ সাজ্জাদ, রাহুল নন্দী এবং মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ সমিতি-ঢাকার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব পটিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত