মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৬নং চকবাজার ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল ১০ টায় চকবাজারস্থ আনিকা কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করা হবে। সম্মেলন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা থাকবেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। গত ৬ সেপ্টেম্বর মহানগর আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সভায় চকবাজার ওয়ার্ডসহ ১৭টি ওয়ার্ডের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
চকবাজারের পরে আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের সম্মেলন। এরপর ১৫ সেপ্টেম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে, ২৫ সেপ্টেম্বর ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে, ২৭ সেপ্টেম্বর ২৫নং রামপুর ওয়ার্ডে, ৩০ সেপ্টেম্বর ৩১নং আলকরণ ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে এবং বাকী ওয়ার্ডগুলোতে পর্যায়ক্রমে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সভায় দলের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অবহিত করেন। একই সাথে সম্মেলনকে সুন্দর ও স্বার্থক করে তোলার লক্ষ্যে স্ব স্ব ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম প্রধান এবং সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সহযোগিতার নির্দেশনা দেন তিনি।