চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকার একটি ফার্মেসির সামনে থেকে মেহেদী হাসান রাকিব নামের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু।
আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তার জামিন মঞ্জুর করেন। এর আগে টিনুর পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এর আগে গত ১৯ মার্চ রাকিব নামের এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় কাউন্সিলর টিনু আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে একই আদালত তা নাকচ করে দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, গত ৪ মার্চ নগরীর পাঁচলাইশ থানায় এ মামলা করেন ব্যবসায়ী মেহেদী হাসান রাকিব। যিনি চকবাজার এলাকায় যুবলীগের রাজনীতি করেন। টিনু ও তার দলবল ছুরি দিয়ে জখম ও মারধর করে রাকিবের টাকাপয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয় মামলায়।
কাউন্সিলর নূর মোস্তফা টিনুসহ মোট ৬ জনকে মামলায় আসামি করা হয়। অন্য আসামিরা হলেন– কায়সার হামিদ, সাকিবুল ইসলাম, রবিউল ইসলাম রাজু, মো. আজম ও মো. শাকিল।