চকবাজার ওয়ার্ড আ.লীগ সভাপতি হাজী সেলিম গ্রেপ্তার

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৯:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর চট্টেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

গ্রেপ্তারকৃত হাজী সেলিম নগরীর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রহমানের ছেলে। হাজী সেলিম বর্তমানে চকবাজার ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, তাকে আটক করা হয়েছে। এখনো থানায় আনা হয়নি। থানায় আনার পর বিস্তারিত বলা যাবে।

তবে হাজী সেলিমের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধশিশুকে মাটিতে পুঁতে রাখা সেই অপহরণকারী আটক
পরবর্তী নিবন্ধলামায় ইটভাটায় অভিযানে ১১ লক্ষ টাকা জরিমানা