চকবাজার ও বায়েজিদ থানায় নতুন ওসি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার ও বায়েজিদ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বন্দরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মনছুর কাদেরকে চকবাজার থানার ওসি এবং চকবাজারের ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
এছাড়াও আদেশে বলা হয়েছে, রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহকে সিএমপির ডিবি বন্দরে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে ১৭ আগস্ট মধ্য রাতে মাছ শিকার শুরু
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে নবীনবরণ