ঘূর্ণিঝড় বাতসিরাই মাদাগাস্কারে নিহতের সংখ্যা বেড়ে ১২০

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মাদাগাস্কারে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় বাতসিরাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। গত শনিবার দ্বীপটির দক্ষিণপূর্বাঞ্চলে আঘাত হেনেছিল বাতসিরাই, তাতে ওই অঞ্চলের বহু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় ওই অঞ্চলের অনেক সড়ক ডুবে যায় ও বিভিন্ন সেতু অকার্যকর হয়ে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে, এর পাশাপাশি বিদ্যুৎ না থাকায় ঘূর্ণিঝড়ের পর তাৎক্ষণিকভাবে অনেক এলাকার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। খবর বিডিনিউজের। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলো থেকে তথ্য আসতে থাকায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা মৃত্যুর সংখ্যা ৯২ বলে জানিয়েছিল, কিন্তু শুক্রবার সংখ্যাটি ১২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে নারীর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধ২০২০ সাল থেকে ৭৮ বার করোনা ‘পজেটিভ’ বৃদ্ধ এখনও আছেন কোয়ারেন্টাইনে