ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়ে প্রস্ততি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সমুদ্র উপকূলীয় উপজেলা সন্দ্বীপ, সীতাকুণ্ড, মীরসরাই, কর্তফুলী, বাঁশখালী ও আনোয়ারায় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত মাইকিং কার্যক্রম এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা প্রদান করছে। মোখা মোকাবেলার লক্ষ্যে পরিচালিত কার্যক্রম সমূহের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে গতকাল রোববার সীতাকুণ্ড উপজেলার কুমিরাঘাটে উপজেলায় কার্যক্রমে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়। ঘূর্ণিঝড় কালীন উদ্ধার ও মোকাবেলার বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সংসদ সদস্য মো দিদারুল আলম, ইউপি চেয়ারম্যান মো. মোরশেদুল আলম চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের ইনচার্জ মো. সেলিম আহমেদ, জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান,যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান প্রমুখ।
এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, প্রত্যেকটি উপকূলীয় এলাকায় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ও সি সি পি স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবকদের আগে এগিয়ে যেতে হবে এবং নিম্নআয়ের মানুষের সহযোগিতা করতে হবে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাজ করার লক্ষ্যে সব সময় সমন্বয় করছে আমাদের উপজেলা ভিত্তিক টিম গুলো। প্রেস বিজ্ঞপ্তি।