‘ঘুষ’ নেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল এ বিষয়ে পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়। এর মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন চাকরি বিধিমালা, ২০১৯ এর ৫৫ বিধি মোতাবেক মাসুদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। গতকাল থেকেই এ আদেশ কার্যকর করা হয়ছে।
এদিকে তদন্ত কমিটিতে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে আহ্বায়ক এবং জনসংযোগ ও প্রটোকল অফিসার আজিজ আহমদকে সদস্য সচিব করা হয়। কমিটির সদস্য করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যাকে। তদন্ত কমিটি গঠনের অফিস আদেশে স্বাক্ষর করেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এতে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। মাসুদুল ইসলামকে বরখাস্ত ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন কমিটির সদস্য সচিব আজিজ আহমদ।
জানা গেছে, ঠিকদারকে উন্নয়ন কাজের বিলের চেক দেয়ার বিপরীতে ‘ঘুষ’ হিসেবে নগদ টাকা নিচ্ছেন; মাসুদুল ইসলামের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গত রোববার। দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, এক ঠিকাদারকে বিলের চেক দেন মাসুদ। তখন ওই ঠিকাদার তার হাতে টাকা দেন। টাকা নিয়ে তা নিজের প্যান্টের পকেটে রেখে দেন মাসুদ। তবে টাকার অংক স্পষ্ট দেখা যায়নি। ভিডিওর ১ মিনিট ৫ সেকেন্ডে দেখা গেছে, আরেকজন ৫০০ টাকার নোট দিচ্ছেন মাসুদকে।