ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৪:২৫ পূর্বাহ্ণ

পটিয়ায় শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে অর্পি সর্দ্দার (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে বোয়ালখালী উপজেলার আহল্লা ধলঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অর্পি ধলঘাট শ্রী শ্রী বুড়াকালী বিগ্রহ মন্দিরের ঢাক বাদক দয়াল সর্দ্দারের মেয়ে। সে পটিয়া উপজেলার ধলঘাট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

অর্পির মা সুমি সর্দ্দার বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে আমি ও আমার মেয়ে অর্পি শয়ন কক্ষের খাটের ওপর শুয়ে পড়ি। রাত ১১টার দিকে হঠাৎ বিষধর সাপ কামড় দিলে অর্পি চিৎকার করে ওঠে। তখন সাপে কাটার বিষয় টের পেয়ে পরে অনেক খুঁজেও সাপটির কোনো সন্ধান পাইনি। পরে আমার মেয়ে শরীর জ্বালাপোড়া করছে বলে বমি করতে থাকে। এ অবস্থায় রাতেই তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আমরা তাকে চমেক হাসপাতালে নিলে চিকিৎসকেরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধখোলা আকাশের নিচে কোটি কোটি টাকার পুরনো বগি
পরবর্তী নিবন্ধপাইকারীতে নিম্নমুখী ডিমের দাম, প্রভাব নেই খুচরায়