বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বিজিবির বিশেষ টহলদল কর্তৃক মালিকবিহীন মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান বার্মিজ মদ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি বাইশফাঁড়ী বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে কমান্ডার মো. মোশফিকুর রহিমের নেতৃত্বে ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া, আমবাগান নামক স্থান থেকে মালিক বিহীন মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান মদ জব্দ করতে সক্ষম হয়। বিজিবি জানান, পাচার কারীরা অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পাচার কারী ধরতে অভিযান চলমান রয়েছে। জব্দ করা মাদকদ্রব্য গুলো কঙবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) তে জমা করার জন্য নিয়ে যাওয়া হবে বলে জানান।












