নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে এই অভিযান চালানো হয়।
জানা যায়, পরিবেশ অধিদপ্তর সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের পূর্ব ভালুকিয়া পাড়া হায়দার আলীর মালিকানাধীন এইচ.কে.বি, রেজু ফাত্রাঝিরি এলাকার শহিদের মালিকানাধীন এস.এইচ.বি এবং রেজু গর্জনবনিয়া এলাকার সাজু বড়ুয়ার মালিকানাধীন এইচ.এস.বি ইটভাটা গুঁড়িয়ে দেয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ। অভিযানে কঙবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহাম্মদ নাজমুল হুদা, সহকারী পরিচালক সংযুক্ততা দাশ গুপ্ত, মঈনুল হক, পরিদর্শক মাহবুবুল ইসলাম, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের জুনিয়র ক্যামিস্ট আবদুস সালামসহ র্যাব, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।