নাইক্ষ্যংছড়ি মালিকবিহীন ১৫টি বার্মিজ গরু আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার সময় উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি বিওপি গরুগুলো আটক করে। জানা যায়, মিয়ানমার থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ির অভ্যন্তরে আসার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির বিশেষ টহল দল বিওপির দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশর অভ্যন্তরে মক্কর টিলা নামক স্থানে থেকে ১৫টি মালিকবিহীন বার্মিজ গরু আটক করে।