নগরীর ঘাসিয়ার পাড়া আদর্শ বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৮ আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছেন। তিনি আরও বলেন, খেলাধুলা ছাত্র–ছাত্রীদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে, যা দেশ ও জাতির জন্য একটি ইতিবাচক দিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ নাছেরের সভাপতিত্বে ও রাশেদা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনি রোজারিও, মিজানুর রহমান সুমন, হাজী আমিনুর রহমান সওদাগর, হাজী আসহাব উদ্দিন, হাজী আবদুল আজিম, হুমায়ুন কবীর, কামরুল হুদা, মাসুদ করিম টিটু, আবু তাহের দুলাল, আবদুল মতিন, আমিনুল হক, আলতাফ হোসেন, ওবাইদুল হক, মনজুর আলম, সরফরাজ নেওয়াজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।