ঘাসফুলের সচেতনতামূলক সভা

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর১০ ডিসেম্বর) উপলক্ষে, সিঙটিন ডেজ ক্যাম্পেইন অন ভায়োলেন্স এগেইন্স ওমেনএর আওতায় ঘাসফুল প্রধান কার্যালয়ে গতকাল বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারীকন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরচট্টগ্রামএর উপপরিচালক আতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঘাসফুলের পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপরিচালক সাদিয়া রহমান, সহকারী পরিচালক খালেদা আকতার।

বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা সমাজের দায়িত্ব। ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে ঘাসফুল বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে। আজকের আলোচনা সেই প্রচেষ্টারই একটি অংশ।

উল্লেখ্য ঘাসফুল সিঙটিন ডেজ ক্যাম্পেইন উপলক্ষে সংস্থার কর্মএলাকায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও প্রচারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধদরবারে জিলানী শরীফে খোশরোজ শরীফ