পশ্চিম মাদারবাড়ীস্থ ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গত সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর–উল–আমিন চৌধুরী। সভাপতিত্ব করেন স্কুল গর্ভনিং কমিটির সভাপতি ড. জয়নাব বেগম। বিশেষ অতিথি ছিলেন ঘাসফুল নির্বাহী কমিটির সদস্য পারভীন মাহমুদ।
বক্তব্য রাখেন লায়ন আবেদা সুলতানা ও আফরোজা গণি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ মাহমুদা আকতার। বক্তারা বলেন, শিশুরাই হচ্ছে আগামির বাংলাদেশ, আমাদের শিশুরাই বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়, এজন্য শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমাদের আরো উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানের প্রথম পর্বে লায়ন ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের পক্ষ থেকে লায়ন সেবা মাসের কর্মসূচির অংশ হিসেবে ঘাসফুল বিকাশ কেন্দ্রের ৩০জন ও ঘাসফুল পরাণ রহমান স্কুলের ১৬৩ জনসহ মোট ১৯৩ জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করানো হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।