ঘাসফুল পরাণ রহমান স্কুলে কন্যাশিশু দিবস উদযাপন

| বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৯:০৯ পূর্বাহ্ণ

সমাজের সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। কন্যাশিশুরা পিছিয়ে থাকবে না। শিক্ষিত হয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে। সফলতা নয়, বিফলতা নয়, মানুষ হওয়াটাই বড় কথা। অন্যের অনুকরণ না করে নিজের স্বকীয়তা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কন্যাশিশুরা ভবিষ্যতে একজন বেগম রোকেয়া, পরাণ রহমানের আদর্শে নিজেদের গড়ে তুলে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ : জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উপলক্ষে ঘাসফুল পরাণ রহমান স্কুলে আয়োজিত আই ক্যাম্প, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন।
‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল মঙ্গলবার ঘাসফুল পরাণ রহমান স্কুল মিলনায়তনে স্কুল ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক প্রফেসর ড. জয়নাব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রামের শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী, নির্বাহী সদস্য কবিতা বড়ুয়া, পারভীন মাহমুদ এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। ঘাসফুল পরাণ রহমান স্কুল অধ্যক্ষ মাহমুদা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রানীয়া উলফাত রাইসা, শিক্ষক জান্নাতুল মাওয়া। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় অনুষ্ঠান পালনে ভয় পাওয়ার কিছু নেই
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু প্রবীণ সমিতির সভা