ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘাডশির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সীতাকুণ্ডের সৈয়দপুরে ঘাডশি সাহিত্য পরিষদের সাধারাণ সম্পাদক লায়ন আবু ছালেহ্র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, গীতিকার ফারুক হাসান। সভাপতিত্ব করেন, ঘাডশি সাহিত্য পরিষদের সভাপতি ডাক্তার বেলাল হোসেন উদয়ন। এতে প্রধান অতিথি ফারুক হাসান বলেন, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদ পা পা করে আজ ২১ বছর পেরিয়ে ২২ বছরে পা রাখতে যাচ্ছে। এ বিজয়ের মাসে ঘাডশির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শাহিদা বেগম, গীতিকার আশিক বন্ধু, পলাশ, ঘাডশির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, ঘাডশির সাংগঠনিক সম্পাদক রথিদ্রজিৎ হিরো বড়ুয়া, গল্পকার খোবাইব হামদান, কবি ও সাহিত্যিক অভিলাষ মাহমুদ, শাওন রানা, আসিফুল ইসলামের স্বরচিত কবিতা ও গানের আড্ডায় উদযাপিত হয় ঘাডশির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য আড্ডা। প্রেস বিজ্ঞপ্তি।