ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী : কাবরেরা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১১:১৭ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ৪০ মিনিট দারুণ খেলার পরও ৫০ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। সেই হার ভাবাচ্ছে অনেক কিছুই। পাঁচ দিনের ব্যবধানে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আবারও ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। এবার খেলা নিজেদের মাঠে। কোচ হাভিয়ের কাবরেরা তাই জানিয়ে রাখলেন ঘরের মাঠে তারা শক্তিশালী দল। গতকাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের সময়ে কাবরেরা বলেন, ‘ইতিবাচক বিষয়গুলো নিয়ে নিতে হবে, আর হ্যাঁ আমাদের বেশ কিছু সমন্বয় দরকার, যেভাবে প্রথমার্ধ শেষের আগে পারফরম্যান্সের মান পড়ে গেল, তা চিন্তার বিষয়। এই বিষয়টাকে পরিবর্তন করতে হবে আমাদের। নিজেদের কাছে আরও ভালো পারফরম্যান্স চাইতে হবে। ইতিবাচকভাবে দেখতে হবে পরিস্থিতিটা, আমরা ঘরের মাঠে অ্যাওয়ে থেকে শক্তিশালী দল। আমরা ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দলের একটার বিপক্ষে খেলছি যারা শেষ এশিয়ান কাপের শেষ ষোলোয় খেলেছে। প্রথম ৪০ মিনিটে আমরা ভালো খেলেছিলাম। এই পারফরম্যান্স আমাদের সঙ্গে নিতে হবে। সেই ৪০ মিনিটকে বিশ্লেষণ করতে হবে ভালোভাবে। এটা খুঁজে বের করতে হবে যে সেই মানের পারফরম্যান্স কেন আমরা ৯০ মিনিট ধরে দিতে পারলাম না।’

পূর্ববর্তী নিবন্ধসিটি কর্পো. গ্রিনের দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ক্রীড়া সামগ্রী পেল বালিকা ক্রিকেটাররা