‘ঘরে মুরগি ঢোকায়’ হামলা, পটিয়ায় বৃদ্ধসহ আহত ৫

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

পটিয়ায় বসতঘরে মুরগি ঢোকা নিয়ে সংঘর্ষে ৮০ বছরের এক বৃদ্ধসহ পরিবারের ৫ সদস্য আহত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার আশিয়া মির্জাপাড়া এলাকার জসিম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধের পুত্র ইসমাইল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আহতরা হলেন, জবল আহমদ চৌধুরী (৮০), তার ছেলে ইসমাইল (২৭), জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী মরিয়ম বেগম জান্নাত (১৯)। আহত বৃদ্ধকে চমেক হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জবল আহমদের পাড়ার প্রতিবেশী সাইফুল নেজামদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। এই অবস্থায় ইসমাইলদের একটি মুরগি সাইফুলদের ঘরে ঢুকলে সাইফুলের পরিবারের লোকজন জবল আহমদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে তিনি প্রতিবাদ করলে সাইফুলসহ ১৪/১৫ জনের একটি দল করে রাম দা, কুড়াল ও কিরিচ নিয়ে তাদের বাড়িতে ফিল্মি স্টাইলে হামলা চালায়। ঘরের দরজা ভেঙে ঢুকে ফ্রিজ, আসবাবপত্র, রান্নাঘর, বাথরুম, ঘরের দরজাজানালা ভাঙচুর করে। ইসমাইলসহ অন্যদের আক্রমণ চালালে তারা পালিয়ে গিয়ে ঘরের একটি রুমে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে। পরে জরুরি পরিষেবা ৯৯৯এ কল দিলে পুলিশি উপস্থিতি ঠের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে রোগী সমাবেশ
পরবর্তী নিবন্ধসম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীর বাংলাদেশ নির্মিত হবে