ই–মিউটেশনের মাধ্যমে নাগরিকরা ৫৭ দিনের পরিবর্তে বর্তমানে ২৮ দিনে ঘরে বসেই ভূমির নামজারি করতে পারছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। খবর বাংলানিউজের।
ভূমিমন্ত্রী বলেন, ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি ব্যবস্থাপনার আওতায় ই–মিউটেশন এবং অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেম চালু করেছে। ই–মিউটেশনের মাধ্যমে নাগরিকরা পূর্বের ৫৭ দিনের পরিবর্তে বর্তমানে ২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছে।
একই সাথে ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে নাগরিক ঘরে বসে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জমির খাজনা–ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছে।