ফটিকছড়িতে কমল বাদশা (২১) নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১২টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার সংলগ্ন বিনাজুরি এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে। নিহত বাদশার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ফটিকছড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন এবং দিনমজুরের কাজ করতেন। গত ৫ মাস আগে বিয়ে করেন তিনি। নিহতের স্বজনরা জানায়, গতকাল সকালে ভাড়া বাসায় গলায় স্ত্রীর ওড়না পেঁচানো অবস্থায় বাদশার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের স্ত্রী গত ১৫ দিন ধরে তার সাথে নেই। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।