ঘর ছেড়ে রাজপথে নেমে আসুন বিক্ষোভে শামিল হোন

২৫ আগস্ট হরতালের সমর্থনে সমাবেশে রুহিন হোসেন প্রিন্স

| মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

বাম গণতান্ত্রিক জোটের আগামী ২৫ আগস্ট ডাকা হরতালের সময় জনগণকে যার যার অবস্থান থেকে কাজ বন্ধ রেখে রাজপথে নেমে বিক্ষোভে শামিল হোন। জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গতকাল সোমবার নগরীর সিনেমা প্যালেস মোড়ে হরতালের সমর্থনে জেলা বাম গণতান্ত্রিক জোট আয়োজিত ট্রাক মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে ট্রাক মিছিলসহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। একসাথে প্রচারপত্র বিলি কয়েকটি পথসভায় তিনি বক্তব্য দেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, এটা শুধু বামপন্থীদের হরতাল নয়, এটা জান বাঁচানোর দাবিতে জনগণের হরতাল। জনগণকে বলেত চাই, আসুন দুঃশাসন রুখে দাঁড়াই। হা-হুতাশ করে লাভ নেই। সরকার হা-হুতাশকে পাত্তা দেবে না, বরং দুর্বলতা মনে করবে। আপনাদের গর্জে উঠতে হবে। ২৫ তারিখ সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত যে যেখানে আছেন সেখানে কাজ বন্ধ রেখে রাস্তায় এসে বিক্ষোভ করুন। ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) নেতা সফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, মাহিন উদ্দিন, জাহেদুন্নবী কনক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাছবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত
পরবর্তী নিবন্ধআজাদীর সাবেক সম্পাদনা সহকারী তপন কান্তি দাশ বর্মণের পরলোকগমন