শান মাসুদ হাফ সেঞ্চুরি হাঁকালেন বটে, কিন্তু প্রতিপক্ষের রান থাকলো নিয়ন্ত্রণের মধ্যে। ওই রান তাড়ায় নেমে সহজ জয়ের পথেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু হঠাৎ ছন্দপতনে ম্যাচ হয়ে যায় টাই। পরে সুপার ওভারে হারতে হয় রংপুরকে। বৃহস্পতিবার গ্লোবাল সুপার লিগের ম্যাচে হ্যাম্পশায়ারের কাছে সুপার ওভারে হেরেছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে সমান রান করে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটিও। শুরুতে ব্যাট করতে নামা হ্যাম্পশায়ারকে ভালোই চাপে রাখে রংপুর। দলটিকে প্রথম উইকেট এনে দেন জ্যাক চ্যাপেল। ১২ বলে ১২ রান করে টম প্রিস্ট উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন। ওই ওভারের শেষ বলে জো ওয়েদারলেকে বোল্ড করেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫ রান করে হ্যাম্পশায়ার। ৩১ বলে ২৮ রান করা ওপেনার আলি ওরর রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। হ্যাম্পশায়ারের হয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন শান মাসুদ। ৪১ বলে ৫৬ রান করে পাকিস্তানি এই ব্যাটার চ্যাপেলের বলে স্টিভেন টেলরের হাতে ক্যাচ দেন। ১১ বলে ১২ রান আসে জেমস ফুলারের ব্যাট থেকে। রংপুরের হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন জ্যাক চ্যাপেল। রান তাড়ায় নেমে ভালো শুরু পায় রংপুর রাইডার্স। পঞ্চম ওভারে গিয়ে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে। ১২ বলে ২০ রান করে ফেরেন স্টিভেন টেলর। ২০ বলে ২৭ রান আসে আরেক ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে। পরে নুরুল হাসান সোহান ও খুশদিল শাহর ব্যাটে সহজ জয়ের পথেই ছিল রংপুর। এক পর্যায়ে ৬ উইকেট হাতে নিয়ে ২৫ বলে ১৭ রান লাগতো তাদের। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। ২৩ বলে ২৪ রানে সোহান ও ২০ বলে ২৫ রানে আউট হন খুশদিল শাহ। রান তাড়ার শেষদিকে নেমে ৯ বলে ৩ রান করেন মাহেদী হাসান। এক পর্যায়ে ছয় বলে আসে সাত রানের সমীকরণ। কিন্তু শেষ ওভারে একটি বাউন্ডারিও হাঁকাতে পারেনি বাংলাদেশ। দৌড়ে ছয় রান নিতে পারেন রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন, তৃতীয় বলে আউট হন হারম্রিত সিং। ম্যাচ হয় টাই। এরপর সুপার ওভারে রংপুরের হয়ে ব্যাট করতে নামেন খুশদিল শাহ ও স্টিভেন টেলর। একটি ছক্কাসহ ছয় বলে মোট ১২ রান নেন তারা। বোলিংয়ের দায়িত্ব যায় জ্যাক চ্যাপেলের কাছে। প্রথম বলেই তাকে ছক্কা হাঁকান জেমস ফুলার। পরের বলে অবশ্য বোলারের হাতেই ক্যাচ দেন তিনি। তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে আসে। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান হ্যাম্পশায়ারের ডওসন।